সংগৃহীত এবং সম্পাদিত। ভুল ত্রুটি থাকলে মেসেঞ্জার গ্রুপে এবং অন্যদের মাধ্যমে যাচাই করুন - অনুরোধে এডমিন (রোল ৮০) একটি জরুরি ঘোষণা : আগামী ৩০/১১/২০২২ ইং তারিখ ৩টি রিসার্চ কপি স্বহস্তে লিখে জমা দিতে হবে।। ১। কেস স্টাডি ২। বাংলা একশান রিসার্চ ৩। ইংরেজি একশান রিসার্চ প্রতিটি রিসার্চের পূর্ণমান ১৫ করে।। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, চারুকারু এবং সংগীত অ্যাসাইনমেন্ট জমাদানের শেষ তারিখ ঃ১৫-১১-২০২২খ্রিঃ,মঙ্গলবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের একশন রিসার্চ এর শিরোনাম জমা দেওয়ার শেষ তারিখ ঃ১০-১১-২০২২খ্রিঃ। সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ের প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ জমা দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেছেন। নির্দেশনায়- জনাব শামীমা সুলতানা ইন্সট্রাক্টর (শারীরিক শিক্ষা) পেশাগত শিক্ষা এসাইনমেন্ট (হারিছুর রহমান স্যার) মোট নম্বরঃ ১৫ (পনেরো) এসাইনমেন্ট এর বিষয়ঃ ডিপিএড কোর্সের মাধ্যমে শিক্ষক মানের আলোকে আপনার অর্জিত পারদর্শীতার সূচক সমূহ প্রমানক সহ চিহ্নিত করুন। প্রমানকসমূহ অবশ্যই স্ব স্ব গাইড ইন্সট্রাক্টর কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। এসাইনমেন্ট অবশ্যই পৃথক ও হাতে লিখিত হতে হবে। এসা...
নোটিশ - ডিপিএড শিক্ষাবর্ষঃ 2022-23 এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ডিপিএড শিক্ষাবর্ষঃ 2022-23 শিক্ষার্থী শিক্ষকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ডিপিএড চুড়ান্ত পরীক্ষা, ২০২2 এ অংশহগ্রহণকারী পরীক্ষার্থীগণকে আগামী ১০/১১/২০২২ হতে ২২/১১/২০২২খ্রি. তারিখের মধ্যে নেপ এর ওয়েব সাইটের (www.nape.gov.bd) অথবা ( www.napeeservice.info ) মাধ্যমে অনলাইনে ফরম পূরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। নির্দেশাবলী : ১। নিজ নিজ শিক্ষার্থী আইডি ( Applicant ID ) দিয়ে রেজিষ্ট্রেশন কার্ড/নিবন্ধন পত্র প্রিন্ট করতে হবে। ২। স্ব স্ব রেজিষ্ট্রেশন নম্বর (Registration Number) সাবমিট করে পূরণকৃত ফরম প্রিন্ট করতে হবে। [নেপ এর ওয়েব সাইটে (www.nape.gov.bd) প্রবেশ করে ডিপিএড মেনুতে ক্লিক করে "ডিপিএড ফরম ফিলাপ" এ ক্লিক করলে ফরমটি দৃশ্যমান হবে। অথবা নিচের প্রদত্ত লিংক সমূহে ক্লিক করেও ফরম পাওয়া যাবে।] ৩। পরীক্ষার ফি বাবদ ২৬০০/-(দুই হাজার ছয়শত টাকা মাত্র) পিটিআই, পটিয়ার নিম্নলিখিত হিসাব নম্বরে জমা করতে হবে। শিরোনাম হিসাব নম্বর মন্তব্য পিটিআই, ...
Comments
Post a Comment