প্র‍্যাকটিক্যাল এবং এসাইনমেন্ট লিস্ট

সংগৃহীত এবং সম্পাদিত। ভুল ত্রুটি থাকলে মেসেঞ্জার গ্রুপে এবং অন্যদের মাধ্যমে যাচাই করুন  - অনুরোধে এডমিন (রোল ৮০) 

একটি জরুরি ঘোষণা : আগামী ৩০/১১/২০২২ ইং তারিখ ৩টি রিসার্চ কপি স্বহস্তে লিখে জমা দিতে হবে।।

১। কেস স্টাডি

২। বাংলা একশান রিসার্চ

৩। ইংরেজি একশান রিসার্চ 

প্রতিটি রিসার্চের পূর্ণমান ১৫ করে।।



বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, চারুকারু এবং সংগীত অ্যাসাইনমেন্ট জমাদানের শেষ তারিখ ঃ১৫-১১-২০২২খ্রিঃ,মঙ্গলবার 

বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের একশন রিসার্চ এর শিরোনাম জমা দেওয়ার শেষ তারিখ ঃ১০-১১-২০২২খ্রিঃ।

সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ের প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ জমা দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেছেন।

নির্দেশনায়-

জনাব শামীমা সুলতানা

ইন্সট্রাক্টর (শারীরিক শিক্ষা)




পেশাগত শিক্ষা এসাইনমেন্ট (হারিছুর রহমান স্যার)

মোট নম্বরঃ ১৫ (পনেরো)


এসাইনমেন্ট এর বিষয়ঃ

ডিপিএড কোর্সের মাধ্যমে শিক্ষক মানের আলোকে আপনার অর্জিত পারদর্শীতার সূচক সমূহ প্রমানক সহ চিহ্নিত করুন।


প্রমানকসমূহ অবশ্যই স্ব স্ব গাইড ইন্সট্রাক্টর কর্তৃক স্বাক্ষরিত হতে হবে।


এসাইনমেন্ট অবশ্যই পৃথক ও হাতে লিখিত হতে হবে।


এসাইনমেন্ট এর কভার পেইজ কম্পিউটার কম্পোজ ও রঙিন হতে হবে। তাছাড়া কভার পেইজের পর ইনডেক্স সংযোজন করতে হবে। এবং সম্পূর্ণ কাজটি স্পাইরাল বাইন্ডিং হতে হবে। 


এসাইনমেন্ট জমা দেয়ার শেষ তারিখ ২৫/১১/২০২২ খ্রি.




বিজ্ঞান এসাইনমেন্ট

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিজ্ঞানের খসড়া এসাইনমেন্ট আগামী বৃহস্পতিবারের আগে নিজ বিদ্যালয়ের প্রতিনিধির মাধ্যমে নজরুল স্যারের কাছে জমাদানের নির্দেশনা দেওয়া হয়েছে।অবশ্যই এসাইনমেন্টের শিরোনাম, নিজের নাম এবং রোলসহ খসড়া জমা দিবেন।







গণিত এসাইনমেন্ট

আগামী ১০-০৯-২০২২ তারিখ শনিবার গণিতের এসাইনমেন্ট জমা দেওয়ার জন্য ম্যাডাম বলেছেন।যেহেতু শনিবার বন্ধ তাই পরের দিন  গণিত এসাইনমেন্ট জমা দিতে হবে। গণিতের এসাইনমেন্ট রওশন ম্যাডাম থেকে জেনে নিবেন। প্রতি ৫ জনের জন্য একই টপিকের এসাইনমেন্ট দিয়েছেন।


কৃষি বিজ্ঞান ব্যবহারিক 

১৫/০৯/২২ এর মধ্যে সম্পন্ন করতে হবে।


রবি স্যার

শিক্ষক মানের উপর একটা এসাইনমেন্ট। এসাইনমেন্টের বিষয় বস্তু দিয়ে দেওয়া হলো। এসাইনমেন্ট লিখতে পেশাগত শিক্ষার ১ম খন্ডের ১৫৭ পৃষ্ঠা থেকে ১৭৬ পৃষ্ঠা সহায়তা নিতে পারেন। এছাড়াও বিভিন্ন বই বা ব্লগ অথবা ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করা যেতে পারে। প্রত্যেকেই নিজের মতো করে আলাদা আলাদা কভার পেজ লিখে এসাইনমেন্ট  জমা দিবেন বাধাই করে(রঙ্গিন কস্টেপ বাধাই) । স্পাইরাল বাধাই নিরুৎসাহিত করা হচ্ছে। 

কভার পেজে নির্দেশনায় থাকবে

পটিয়া পিটিআই
চট্টগ্রাম





শারীরিক শিক্ষা 

- সাদা রেজিস্টার খাতায়
- মার্জিন দিয়ে। মার্জিন বামে এবং উপরে 
- এক পৃষ্ঠায় লিখতে হবে

১. জাতীয় সংগীত
২. শপথ বাক্য পুরনো
৩. শপথ বাক্য নতুন
৪. সমাবেশের ধারাবাহিক ধাপ
৫. সমাবেশের কমান্ডসমূহ
৬. লাইন ফাইল তৈরির নির্দেশনা এবং কমান্ড
৭. মুভমেন্ট নির্দেশনা এবং কমান্ড
(এগুলো যোগ হবে,
মাইনর গেমস ৩টি ( বই থেকে)
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা - 
৫ টি পিটি)

চারুকারু

- চারিদিকে মার্জিন রাখতে হবে। বক্স করে। 

চারু কারু ব্যবহারিক। চারুকারু খাতায় অংকন করতে হবে। 

নির্দেশনায় :

শামীমা সুলতানা

ইন্সট্রাক্টর (শা. শি)



সংগীত এসাইনমেন্ট

- অক্টোবরের বন্ধের পর জমা দিতে হবে

- বইয়ের সব গান

- মার্জিন বামে এবং উপরে 

- সবগুলো গান A4 সাইজের কাগজে

- কথা, সুর, লিরিক্স, মূলভাব সিরিয়ালি

- A4 কাগজে উভয় পৃষ্ঠা ব্যবহার করা যাবেনা,শুধু প্রথম পৃষ্ঠায় লিখতে হবে

- পাঞ্চফাইলে জমা দিতে হবে



বাংলাদেশ ও বিশ্বপরিচয় অ্যাসাইনমেন্ট -১টি

জমা দেওয়ার সময় : ১৮ ও ১৯ অক্টোবর

পূর্ণমান- ১৫

নির্দেশনায় :
জনাব শামীমা সুলতানা, ইন্সট্রাকটর ( শা. শি.)

জনাব মোহাম্মদ আবদুর রহিম, ইন্সট্রাকটর ( কৃ. বি.)

১|শিক্ষার্থীদের মানসিক বিকাশে পরিবেশের গুরুত্ব প্রতিবেদন তৈরি করুন।(১-১০)
                             
  ২|বিদ্যালয় এর আওতাধীন পতিত ভূমি ব্যবহার করে বিদ্যালয়ের উন্নয়ন। (১১-২০)
                         
৩|বাংলাদেশ ও বিশ্বপরিচয় পাঠদানের ক্ষেত্রে প্রধান প্রধান সমস্যা ও তার সমাধান। (২১-৩০)
৪|বাংলাদেশের মানচিত্রে বিভিন্ন কার্যকরী ফসলের এলাকা চিহ্নিত করে মানচিত্র অংকন ও প্রতিবেদন তৈরি করুন।( ৩১-৪০)
৫|শিক্ষার্থীদের মধ্যে মানবতার উন্মেষ ও বিকাশ সাধন মূলক কাজের উপর প্রতিবেদন। (৪১-৫০)
৬|শিশু ও শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ উন্মেষে শিক্ষকদের ভূমিকা।(৫১-৬০)
             
৭|শ্রমের মর্যাদা বোধ তৈরিতে শিক্ষকের ভূমিকা।(৬১-৭০)
                      
৮|পাঁচটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অবস্থান চিহ্নিত করে বাংলাদেশের মানচিত্র অংকন ও প্রতিবেদন তৈরি করুন। (৭১-৮০)
৯|আপনার এলাকায় সামাজিক ও রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার ও সংরক্ষণ এ শিক্ষক হিসেবে আপনার ভূমিকা। (৮১-৯০)
১০|যেকোনো একটি মহাদেশের পাঁচটি দেশের নাম জলবায়ু ও জনসংখ্যা এবং গুরুত্বের উপর প্রতিবেদন।(৯১-১০০)
১১|আপনার এলাকায় পরিবেশের দূষণ প্রতিরোধে শিক্ষক হিসেবে আপনার ভূমিকা। (১০১-১১০)
১২|বাংলাদেশের আর্থ-সামাজিক কাঠামোর উন্নয়নের সংস্কৃতির ভূমিকা। (১১১-১২০)
১৩| ধর্মীয় ও সামাজিক উৎসব এর অর্থনৈতিক গুরুত্ব। (১২১-১৩০)
১৪|অর্থনৈতিক উন্নয়নে প্রাকৃতিক সম্পদ ব্যবহারের সমস্যা ও সম্ভাবনা।(১৩১-১৪০)
১৫|বাংলাদেশের পর্যটন কেন্দ্র সমূহের অর্থনৈতিক গুরুত্ব।(১৪১-১৫০)
১৬|শিক্ষা উন্নয়নে মৌসুমী কাঁচামালের ভূমিকা।(১৫১-১৬০)
১৭|আমদানি বিকল্প শিল্প স্থাপন বনাম রপ্তানিমুখী শিল্প।           (১৬১-১৭০)
১৮|দেশের অঞ্চল ভেদে শিল্পের বৈচিত্রতা।(১৭১-১৭৮)


Comments

Popular posts from this blog

বেসলাইন, বোর্ড বই, শিক্ষক সংস্করণ, ডিপিএড রিসোর্স বুক লিংক

ডিপিএড শিক্ষাবর্ষ: ২০২২-২৩ এর ডিপিএড চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণ