সংগীত, চারুকারু ও শা. শি. ব্যবহারিক পরীক্ষার নির্দেশনা :
সম্ভাব্য তারিখ: ২১ নভেম্বর থেকে শুরু।
সংগীত: সব গুলো গান সুরকার, গীতিকার সহ মুখস্ত করতে হবে।
গানের মূলভাব সহ লেখাগুলো হালনাগাদ করে রাখতে হবে।
চারুকারু : চারুকারু খাতায় আঁকতে দেওয়া ছবি গুলো হালনাগাদ করে রাখতে হবে। ব্যবহারিক পরীক্ষার দিন চিত্র আঁকার জন্য পেন্সিল এবং A4 সাইজের কাগজ সঙ্গে রাখতে হবে ।
শা. শি. : শা. শি র ব্যবহারিক খাতা হালনাগাদ করে রাখতে হবে। ব্যবহারিক পরীক্ষার জন্য ৫ টি পিটি অনুশীলন করানো হবে। পিটি অনুশীলনের সময় পিটি ড্রেস পড়ে আসতে হবে।
দ্র: বিষয়টি অতীব জরুরী।
নির্দেশনায়:
জনাব শামীমা সুলতানা
ইন্সট্রাকটর (শা. শি.)
পিটিআই, পটিয়া।
Comments
Post a Comment