নোটিশ বোর্ড

সংগৃহীত এবং সম্পাদিত। ভুল ত্রুটি থাকলে মেসেঞ্জার গ্রুপে এবং অন্যদের মাধ্যমে যাচাই করুন  - অনুরোধে এডমিন (রোল ৮০) 


১৫/০৯/২০২২ তারিখের মধ্যে কৃষি বিজ্ঞানের ব্যবহারিক প্রজেক্টভিত্তিক বাগান করতে হবে এবং রিপোর্ট জমা দিতে হবে।



বিজ্ঞান প্র‍্যাকটিক্যাল খাতা জমা নেওয়া হয়েছে। কেউ বাকী থাকলে দ্রুত জমা দিয়ে দিন।


সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন পত্র এবং ফি ৭০০টাকা রওশন আরা ম্যাডামের কাছে জমা দিন।


সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন সংশোধনী:

সবার অবগতির জন্য জানানো যাচ্ছে,

৫ তারিখের এক্সপ্রেসিভ আর্ট পরীক্ষা ৪/৯/২০২২ বিকাল ২ টায় অনুষ্ঠিত হবে। ০৪ তারিখের সকালের পরীক্ষা সকালে ঠিক থাকবে।

আবার ০৬/০৯/২০২২ এর ইংরেজি sk ও pk ০৫/০৯/২০২২ সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে ।

* ০৪ তারিখ সকাল বিকাল পরীক্ষা। ৬ তারিখ কোন পরীক্ষা থাকছে না। 

নির্দেশনায় : 

জনাব ছবি রাণী নাথ

সুপারিনটেনডেন্ট,

পিটিআই, পটিয়া।

পূর্বে প্রকাশিত রুটিন








Comments

Popular posts from this blog

বেসলাইন, বোর্ড বই, শিক্ষক সংস্করণ, ডিপিএড রিসোর্স বুক লিংক

প্র‍্যাকটিক্যাল এবং এসাইনমেন্ট লিস্ট

ডিপিএড শিক্ষাবর্ষ: ২০২২-২৩ এর ডিপিএড চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণ