ডিপিএড শিক্ষাবর্ষ: ২০২২-২৩ এর ডিপিএড চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণ
নোটিশ - ডিপিএড শিক্ষাবর্ষঃ 2022-23 এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ডিপিএড শিক্ষাবর্ষঃ 2022-23 শিক্ষার্থী শিক্ষকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ডিপিএড চুড়ান্ত পরীক্ষা, ২০২2 এ অংশহগ্রহণকারী পরীক্ষার্থীগণকে আগামী ১০/১১/২০২২ হতে ২২/১১/২০২২খ্রি. তারিখের মধ্যে নেপ এর ওয়েব সাইটের (www.nape.gov.bd) অথবা ( www.napeeservice.info ) মাধ্যমে অনলাইনে ফরম পূরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। নির্দেশাবলী : ১। নিজ নিজ শিক্ষার্থী আইডি ( Applicant ID ) দিয়ে রেজিষ্ট্রেশন কার্ড/নিবন্ধন পত্র প্রিন্ট করতে হবে। ২। স্ব স্ব রেজিষ্ট্রেশন নম্বর (Registration Number) সাবমিট করে পূরণকৃত ফরম প্রিন্ট করতে হবে। [নেপ এর ওয়েব সাইটে (www.nape.gov.bd) প্রবেশ করে ডিপিএড মেনুতে ক্লিক করে "ডিপিএড ফরম ফিলাপ" এ ক্লিক করলে ফরমটি দৃশ্যমান হবে। অথবা নিচের প্রদত্ত লিংক সমূহে ক্লিক করেও ফরম পাওয়া যাবে।] ৩। পরীক্ষার ফি বাবদ ২৬০০/-(দুই হাজার ছয়শত টাকা মাত্র) পিটিআই, পটিয়ার নিম্নলিখিত হিসাব নম্বরে জমা করতে হবে। শিরোনাম হিসাব নম্বর মন্তব্য পিটিআই, ...